যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাওশালা গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আব্দুর রহমান। বিস্ফোরণে সাত বছরের আব্দুর রহমানের দুই বোন আহত হয়েছে। তারা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান জানান, আব্দুর রহমানের বাবা মিজানুর রহমান দীর্ঘদিন অসুস্থ থাকায় তার শ্যালো মেশিনটি মাঠে রাখা ছিল। ধান মাড়াইয়ের জন্যে মিজানুরের ভাই শের আলী বৃহস্পতিবার মেশিনটি বাড়িতে নিয়ে এলে মেশিনের ভিতরে একটা ব্যাগ দেখতে পায়। ব্যাগটি খুলতেই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় পাশে দাঁড়িয়ে থাকা আব্দুর রহমান।
ময়নাতদন্তের পর মামলা হবে জানান ওসি ওহিদুজ্জামান।